সিরাজগঞ্জ প্রতিনিধিঃ কোভিড -১৯ ভাইরাস সংক্রমণে সিরাজগঞ্জ জেলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণী পেশার কর্মহীন ও বেকার মানুষদের আত্মকর্মসংস্থানের নিমিত্তে রিক্সা ও ভ্যান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার( ০৯ নভেম্বর) বিকেলে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণী পেশার কর্মহীন ও বেকার মানুষদের আত্মকর্মসংস্থানের নিমিত্ত ৪ টি রিক্সা ও ৩টি ভ্যানের চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড . ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,
স্থানীয় সরকারের উপ-পরিচালক(উপসচিব),
মোহাম্মদ তোফাজ্জল হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা শারমিন সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক
মোহাম্মদ মনির হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ মোবারক হোসেন,ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (রাজস্ব, রাজস্ব মুন্সিখানা, ভিপি সেল শাখা মোঃ মাসুদ হোসেন,সহকারী কমিশনার মো. মাসুদুর রহমান,এনডিসি
মুরাদ হোসেন, এসিল্যান্ড রবীন শীষ, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ প্রমূখ।
এসময় রিক্সা ও ভ্যান গাড়ি চালকদের নিকট জেলা প্রশাসক চাবি হস্তান্তর করেন।
কর্মহীন ও বেকার রিক্সা ও ভ্যান চালকদের উদ্দেশ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন,সারাদেশে কোভিড -১৯ ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেলে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বিভিন্ন সংস্থা ও ব্যক্তিবর্গ আর্ত মানবতার সহায়তায় এগিয়ে আসেন এবং অসহায় গরীব মানুষদের সহায়তা করেন । এছাড়াও অনেকে জেলা প্রশাসন , সিরাজগঞ্জ এর অনুকুলে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেন যা থেকে গরীব ও অসহায় মানুষকে নিয়মিত প্রদান করা হচ্ছে ।
এর ধারাবাহিকতায় অদ্য ০৯ নভেম্বর , ২০২১ তারিখ উপযুক্ত তহবিল হতে জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড -১৯ ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্ত কর্মহীন ও বেকার মানুষদের আত্মকর্মসংস্থান সৃষ্টির নিমিত্ত ০৭ জন ব্যক্তিকে ০৩ টি ভ্যান ও ০৪ টি রিক্সা বিতরণ করা হচ্ছে ।
যার মূল্য প্রায় ৩,৫০,০০০ / – ( তিন লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা । গত ১১ অক্টোবর , ২০২১ তারিখ শহিদ এ .কে শামসুদ্দীন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার ০২ জন অসহায় ব্যক্তির মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০,০০০ / – ( বিশ হাজার ) টাকা করে মােট ৪০ , ০০০ / ( চল্লিশ হাজার ) টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।
গত ২৭/০৯/২০২১ তারিখে কাজীপুর উপজেলার একজন কৃষককে গানির তেল ভাঙ্গানাের জন্য ৪০,০০০ / – টাকায় একটি গাভী প্রদান করা হয় ।
এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে সিরাজগঞ্জ জেলার ক্ষতিগ্রস্থ অস্বচ্ছল বীর নারী মুক্তিযােদ্ধা , দুঃস্থ মহিলা , মহিলা ক্রীড়াবিদ , ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক , প্রতিবন্ধী , খেলােয়াড় , জড়ি ও টুইস্টিং মিলের শ্রমিক , মটর শ্রমিক , তৃতীয় লিঙ্গের ব্যক্তিবর্গ , চায়ের দোকান শ্রমিক , কাপড়ের দোকান শ্রমিক , হরিজন সম্প্রদায় , সংবাদপত্র হকার্স , জুতার কারিগর , হােটেল রেস্টুরেন্ট কর্মচারী , দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক , তাঁতের কারিগরসহ প্রায় ৬০০০ জনেরও অধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে ।
এছাড়াও ইতােমধ্যে ৩৩৩ এ আগত আবেদনে সাড়া দিয়ে ৫০৭৩ জন্য ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে ।। ভবিষ্যতেও জেলা প্রশাসনের এরূপ সহায়তা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে ।