নিজেস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর-জামিরতার আঞ্চলিক সড়কের ধান কাটা কৃষি শ্রমিক বহনকারী ট্রাক উল্টে ২ জন কৃষি শ্রমিক নিহত হয়েছে এঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।
মঙ্গলবার ৯ নভেম্বর দুপুরে উপজেলার জামিরতা গ্রাম থেকে উল্লেখিত আঞ্চলিক সড়ক দিয়ে ট্রাক যোগে রাজশাহীতে মাঠে ধান কাটার উদ্দেশ্য রওনা হন কয়েক জন কৃষক। তারা পারজামিরতা গ্রাম এলাকায় পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের নিচে খাদে উল্টে পড়ে। এ সময় গুরুত্বর আহত হন বাশুরিয়া গ্রামের কৃষি শ্রমিক তনু মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক(৩০) ও একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাবর আলী(৪৭)।
স্থানীয়রা তাদের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন।বিষয়টি নিয়ে এলাকায় শোকের মাতাম বইছে।
এ ঘটনা নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, জামিরতাসহ আশপাশের এলাকা থেকে অর্ধ শতাধিক কৃষি দিনমজুর ধানা কাটার জন্য ট্রাকে করে রাজশাহী যাচ্ছিলেন। পথে পারজামিরতা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়।
শাহজাদপুর ফায়ার সার্ভিস উদ্ধার কর্মীরা দুর্ঘটনায় কবলিত ট্রাকটি উদ্ধার করেন।