তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এন্টিবায়েটিক নিয়ন্ত্রণেঔষধ বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। ৯ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে ঔষধ বিক্রেতাদের এন্টিবায়োটিক নিয়ন্ত্রণের ব্যবহার নিশ্চিতকরণ করতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এন্টিবায়োটিক নিয়ন্ত্রণের ব্যবহার নিশ্চিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম, সিরাজগঞ্জ জেলা ড্রাগ অফিসার মরুময় সরকার,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সোহেল পারভেজ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনস্যালট্যান্ট ডাঃ জহুরুল ইসলাম, উপজেলা ঔষধ বিক্রেতা সমিতির সভাপতি শহিদুল কায়সার,সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক, সকল ঔষধ বিক্রেতাগন ও সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তাগন বলেন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়েটিক ঔষধ বিক্রি করা যাবেনা। উপস্থিত সকল ঔষধ বিক্রেতাদেরকে সতর্কতার সাথে ব্যবসা করার পরামর্শ প্রদান করেন।