প্রতিনিধি তাড়াশঃসিরাজগঞ্জের তাড়াশে জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণের ১১তম দিনে শিক্ষার্থীদের দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন কোলা কৌশলী শিখানো হয়েছে।
তাড়াশ ফায়ার সার্ভিসের কলা কৌশলীগন সাঁতার প্রশিক্ষণের শিক্ষার্থীদের তেল থেকে আগুন ও গ্যাসের সিলিন্ডার নিক হয়ে আগুল লাগলে কিভাবে নিভাতে হয় তা বাস্তবে শিখানো হয়।
৮ নভেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ও সচেতন নাগরিক সোসাইটি’র বাস্তবায়নে এ কোলা কৌশলী বাস্তবে শিখানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা পারভীন, তাড়াশ ফায়ার সার্ভিসের সাব অফিসার রেজাউল করিম,তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,আই.আর.বি এসোসিয়টস’র ব্যবস্থাপনা পরিচালক ও সচেতন নাগরিক সোসাইটি’র পরিচালক এম.এস.এইচ বাধন চোধুরী ,অর্থ পরিচালক সৈয়দা তারিন আনোয়ার অনি,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী ,বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, প্রশিক্ষণার্থীদের অভিভাবকসহ অনেকে।