কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরব কমলপুরে পরিক্ষার ভায়ে এক সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরিক্ষার্থীর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরব কমলপুর বাসস্ট্যান্ড এলাকার কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ছাত্র কমলপুর জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বাণিজ্যিক বিভাগের ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থী ছিল।
জানা যায়, রোববার সকালে ঘুম থেকে উঠে সে তার রুম থেকে আর বের হয়নি। পরে বিকেলেও তাকে বের হতে না দেখে পরিবারের সদস্যরা কক্ষের জানালা ভেঙে ফেলেন। তারা রুপককে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলতে দেখেন।
নিহতের বড় ভাই রুপম বলেন, আমার ছোট ভাই এ বছর এসএসসি পরীক্ষার্থী দিত। সে ছাত্র হিসেবে তেমন ভালো ছিল না। ভেবেছিল এ বছর সরকার অটোপাস দেবে। তবে আগামী ১৪ তারিখ তিন বিষয়ে এসএসসি পরীক্ষা হবে শুনে সে চিন্তায় ছিল। ফেল করলে লোকজনে কী বলবে, সবসময় এসব চিন্তা করত। এ কারণেই শেষ পর্যন্ত আত্মহত্যা করে বসেছে সে।