মোস্তাফিজুর রহমান,বাঘা (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী-বাঘা সড়কে হাতি দিয়ে টাকা আদায় করেন মাহুত আরিফ হোসেন।
শনিবার বেলা ২ টার দিকে সড়কের আমোদপুর, মেডিকেল মোড়, উৎসব পার্কের সামনে, তেঁথুলিয়া বাজার, তেপুকুরিয়া বাজার এলাকায় দাঁড়িয়ে টাকা আদায় করতে দেখা গেছে। সড়কে চলাচলকারি যানবাহনের সামনে হাতিটিকে দাঁড় করাচ্ছেন মাহুত আরিফ হোসেন ।
হাতি তার লম্বা শুঁড় এগিয়ে দিচ্ছে সড়কের চলাচলকারি লোকজনসহ যানবাহনে। মানুষ নিরুপায় হয়ে হাতির শুঁড়ে গুঁজে দিচ্ছেন টাকা। তখন হাতিটি টাকা তুলে দিচ্ছে তাঁর পিঠে থাকা মাহুত হাতে। সড়কে দাঁড়িয়ে এভাবে হাতি দিয়ে টাকা আদায় করা হচ্ছে।
সড়কে মোটরসাইকেল চালক তানবির আল ইসলাম বলেন, যানবাহনের সামনে দাঁড়িয়ে শুঁড় দিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে টাকা গ্রহণ করছে হাতি। ভ্যানের যাত্রী তণু বলেন, হাতিটি সুন্দরভাবে আমার ভ্যানের দিকে তাঁর শুঁড়টি বাড়িয়ে দিল। হাতির দক্ষতায় মুগ্ধ হয়ে একটি ১০ টাকা নোট তুলে দিয়েছি হাতির শুড়ের।
হাতির মাহুত আরিফ হোসেন বলেন, বর্তমানে কথাও কোন মেলা হচ্ছে না। তাই কোন সার্কাস হচ্ছে না। কি করে চলবো। মানুষ খুশি হয়ে যা দেয়, তাই গ্রহণ করে হাতিকে নিয়ে সংসার চালাচ্ছি।
Post Views: 1,531