রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

সঙ্গীত উৎসবের প্রথম রাতে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু।

রিপোটারের / ৩৭০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুই দিন ব্যাপী সঙ্গীত উৎসবের প্রথম দিনের রাতে পদদলিত হয়ে অন্তত আট জন নিহত হয়েছে। হিউস্টন শহরের অগ্নি ব্যবস্থাপনা বিভাগের প্রধানের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

খবরে বলা হয়, অ্যাসট্রোওয়ার্ল্ড ফেস্টিভ্যালের প্রথম রাত শুক্রবারে র‍্যাপার ট্রাভিস স্কট যখন গান করছিলো ঠিক তখন এই দুর্ঘটনা ঘটে। দেশটির ট্রাভিস ২০১৮ সালে এই সঙ্গীত উৎসব চালু করেছিলেন।

হিউস্টনে অগ্নি ব্যবস্থাপনা বিভাগের প্রধান স্যামুয়েল পেনা বলেন, আমরা আটজনের মৃত্যুর খবর পেয়েছি। শুনেছি আরোও অনেক মানুষ আহত হয়েছেন। তবে বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানান,তারা ঘটনার ছবি ও ভিডিও বিশ্লেষণ করে দেখছে। এ সংগীত উৎসব হয় দুই রাতে। প্রথম রাতের দুর্ঘটনার কারণে পরবর্তী রাতের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। উৎসবে প্রায় ৫০ হাজারের মতো মানুষ অংশ নিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর