শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

বিমান বিধ্বস্ত ব্রাজিলের জনপ্রিয় সংগীত শিল্পীর মৃত্যু।

রিপোটারের / ৪০৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্কঃ ব্রাজিলের জনপ্রিয় সংগীত শিল্পী ম্যারিলিয়া মেন্দোনসা (২৬)বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যু হয়েছেন।

জনপ্রিয় সংগীত শিল্পী ম্যারিলিয়ার ব্যক্তিগত বিমান যোগে এ সময় তাঁর চাচা, প্রযোজক ও দু’জন ক্রু ছিলেন।সংগীত শিল্পীর সাথে ওই চার জনেরও মৃত্যু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কারাতিঙ্গা শহরে কনসার্ট ছিল ব্রাজিলের জনপ্রিয় সংগীত শিল্পী ম্যারিলিয়ার। ব্রাজিলের মিনাস গেরাইস প্রদেশের প্রত্যন্ত অঞ্চলের ওই কনসার্টস্থল থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে ম্যারিলিয়ার বিমানটি বিধ্বস্ত হয়।

সম্পর্কে ব্যর্থ হওয়ার পরবর্তী সময়ে নারীদের যেসব অভিজ্ঞতা হয় মূলত এসব নিয়ে গান করে বিখ্যাত হয়েছেন ২০১৯ সালে লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়া এই শিল্পী।

ব্রাজিলে ‘বেদনার রানিথ হিসেবে পরিচিত ২৬ বছর বয়সী ম্যারিলিয়া মেন্দোনসা।

২০২০ সালে ব্রাজিলে সবচেয়ে বেশি শোনা হয়েছে ম্যারিলিয়ার গান। করোনার কারণে কনসার্টগুলো বন্ধ থাকায় অনলাইনে ব্যাপক সাড়া ফেলেন তিনি।

একবার ইউটিউব লাইভে একইসঙ্গে ৩৩ লাখ মানুষ তাঁর গানের ভিডিও দেখেছিল। এটি ইউটিউব লাইভের রেকর্ড।
বিমান বিধ্বস্তের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার নিজের বিমানে ওঠার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন ম্যারিলিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর