রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

কাজিপুরে যুবলীগ সভাপতির বিরুদ্ধে চাকুরির নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগ।

রিপোটারের / ৬০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

কবির মাহমুদ,কাজিপুর থেকেঃ সিরাজগঞ্জের কাজিপুরে যুবলীগ সভাপতির বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে চাকুরি দেবার নাম করে অর্থ আত্নসাৎ এর অভিযোগ উঠেছে।

১লা নভেম্বর(সোমবার) উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি দুলাল সরকারের বিরুদ্ধে কাজিপুর উপজেলা যুবলীগ বরাবর আত্নসাৎ করা অর্থ ফেরত পেতে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শ্রী গৌতম বাবু পলাশ নামের এক যুবক।

লিখিত অভিযোগে ভুক্তভোগী পলাশ বলেন,গত ২০১৮ সালের জানুয়ারিতে প্রতিবন্ধী স্কুলে চাকুরি দেবার নাম করে কৌশলে ১লক্ষ ৮০ হাজার টাকা নেয় দুলাল সরকার, কিন্তু দীর্ঘ সময় পার হলেও চাকুরি দিতে পারে না।খবর নিয়ে জানতে পারি যে প্রতিষ্ঠানে চাকুরি দেবার কথা সে প্রতিষ্ঠানের কোন অবকাঠামো ও ভিত্তি নেই।এমন সময় টাকা ফেরত চাইলে নানা সময় টাকা ফেরতের আশ্বাস দেন কিন্তু অদ্যবদি পর্যন্ত পরিশোধ করেন নাই।

লিখিত অভিযোগে তিনি সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের কাছে আবেগাপ্লুপ্ত হয়ে বলেন,”একজন পিতা হারা সংখ্যালঘু সম্প্রদায়ের শেষ ভরসা আপনি,প্রাপ্ত টাকা ফেরত পেতে আপনার সহানুভূতি কামনা করি”

এদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের নিকট থেকে চাকুরি দেবার নাম করে অর্থ আত্নসাৎ এর অভিযোগ উঠার পর পরই স্হানীয় আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নাটুয়ারপাড়ার একাধিক যুবলীগ নেতা বলেন,”পদ পাওয়ার পর থেকেই নানা উৎস থেকে অবৈধ ভাবে অর্থ উপার্জন করে আসছে দুলাল সরকার। পদ বাণিজ্য,চাকুরি দেবার নামে অর্থ আত্নসাৎ এগুলো তাঁর নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।যুবলীগের গৌরবময় ইতিহাস অক্ষুণ্ণ রাখতে দুলাল সরকারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা গ্রহণের জন্য অনুরোধ রইল”।

আরেক যুবলীগ নেতা বলেন,”দলীয় পরিচয় ব্যবহার করে যুবলীগ নেতার এমন কর্মকান্ড দলীয় ভাবমূর্তি নষ্ট করছে”।

এ বিষয়ে কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন,”অর্থ আত্নসাৎ এর ব্যাপারে একটি লিখিত অভিযোগের কপি হাতে পেয়েছি, বিষয়টি নিয়ে উর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে,আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর