ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ বাংলাদেশ কমিউনিটি পুলিশিংয়ের সিলেট জেলা পর্যাযে শ্রেষ্ঠ সদস্য নির্বাচিত হওয়ায় ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আনা মিয়াকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগের উদ্যাগে অনুষ্টিত কার্যকরী সভায় আনা মিয়াকে অভিনন্দন জানান আওয়ামীলীগ নেতারা।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় অনুুষ্টিত সভায় অভিনন্দন প্রকাশ করে আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বলেন,কমিউনিটি পুলিশিংয়ের উপজেলা কমিটির সদস্য থেকে সুষ্টতার সাথে জনকল্যানে কাজ করার মাধ্যমে পুলিশ ও সাধারণ জনগনের মধ্য সম্পর্ক স্থাপন করে অপরাধ নিমূল ও সাধারণ জনগনকে আইনী সেবার সহায়তার ফল সরুপ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হয়েছেন। পেয়েছেন বাংলাদেশ পুলিশ বাহীনির প্রধান ড.বেনজির আহমেদ বিপিএম (বার) এর সম্মাননা।তিনি যেমন উপজেলা আওয়ামীলীগের গৌরব তেমনি ওসমানীনগর বাসির গৌরব। তাঁর এমন কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান,উপজেলা আওয়ামলীলীগের নেতৃবৃন্দরা ।
প্রসঙ্গত,গত ৩০ অক্টেবর জেলা পুলিশ লাইনস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষ্যে অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ বাহীনির প্রধান ড.বেনজির আহমেদ বিপিএম (বার) পক্ষে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসাবে আনা মিয়ার হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।