সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সদরে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে ।
বুধবার (৩ নভেম্বর)ভোরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ করে, জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভার সহ বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান।
বিকেলে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের আয়োজনে,দোয়া মোনাজাত ,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা আওয়ামীলীগ সভাপতি ভারপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ কে, এম হোসেন আলী হাসান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুর সামাদ তালুকদার এর আহবানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,( সিরাজগঞ্জ সদর – কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু ইউসুফ সূর্য, গাজী ইসহাক আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল বারী শেখ, সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী তালুকদার, পৌর সভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোমানা রেশমা, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামূল হক , ছাত্র লীগের সভাপতি আহসান হাবীব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল বিন আহমেদ প্রমূখ। এসময় জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠান সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তারা বলেন, আমরা আজ গভীরভাবে শ্রদ্ধার সহিত স্মরণ করছি সেই ভয়াল দিনগুলোর কথা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স-পরিবারে হত্যার তিন মাসেরও কম সময় পর এদিন মুক্তিযুদ্ধের অন্যতম চার সংগঠক।
পচাঁত্তরের পনেরই আগষ্টের নির্মম হত্যাকান্ডের পর তিন মাসের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এ এইচ এম কামরুজ্জামান ও ক্যাপ্টেন এম,এ মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয় । তাই এখনো যেসব বাকী খুনীরা পালিয়ে আছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।এবং সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।