ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন মঙ্গলবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে । শান্তিপূর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মাস্টার আওলাদ হোসেন বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে নৌকা মার্কায় ভোট পেয়েছেন ৫ হাজার ৩’শ ৪৭ টি। মাস্টার আওলাদ হোসেন তৃতীয় বারের মতো ভাতগাও ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী লিকছন মিয়া, ঘোড়া মার্কায় পেয়েছেন ৩ হাজার ৮’শ ১৫ ভোট।
উপজেলার ভাতগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ৪ জন প্রার্থী। এর মধ্যে উবায়দুল হক শাহীন, টেলিফোন মার্কায় পেয়েছেন ২ হাজার ৪১ ভোট ও মোঃ কবির মিয়া,চশমা মার্কায় পেয়েছেন ১ হাজার ৭’শ ৯৯ ভোট।
এ ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৪’শ ৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৪’শ ৯০ ও নারী ভোটার সংখ্যা ৯ হাজার ৯’শ ৪৭ জন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফয়েজুর রহমান জানান,ভাতগাঁও ইউনিয়নের নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।