সিরাজগঞ্জ প্রতিনিধিঃ“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে নিয়ে সারাদেশে ন্যায় সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
জাতীয় যুব দিবস পালন উপলক্ষে জেলা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১ নভেম্বর) সকালে জেলা অধিদপ্তর হলরুমে এক আলোচনাসভা,সনদ বিতরন,চেক হস্তান্তর,মৎস্য অবমুক্তকরণ ও প্রীতি ফুটবল ম্যাচের দিনব্যাপী কর্মসূচি শুভ উদ্বোধনের প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোহাম্মদ মনির হোসেন।স্বাগত বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন উপ-পরিচালক শরিফুল ইসলাম।
অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন, সিরাজগঞ্জ সদর যুব উন্নয়ন অধিদপ্তর সহকারী অফিসার মোহসিন আলী তালুকদার।
প্রধান অতিথি উদ্বোধনী আলোচনা সভায় তার বক্তব্যে বলেন, আগামী দিনের দেশ গড়ার কাজে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে যুবকদেরকে এগিয়ে আসতে হবে। কাজের দক্ষতা অর্জন করে নারী-পুরুষের সমন্বয়ে জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশিক্ষণ গ্রহণকারী আফরোজা, পারভীন রিনা উদ্যাক্তা বেকার কল্যাণ সংস্থার পরিচালক রাকিব হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষকদের মাঝে সনদপত্র ও উদ্যাক্তাদের চেক প্রদান করেন অতিথি ড. ফারুক আহাম্মদ।