রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল সরকারি কলেজ মাঠে “দস্যুমুক্ত সুন্দরবন দিবস”এর ৩য় বর্ষপূর্তি ২০২১ উপলক্ষ্যে র্যাবের আয়োজনে বনদস্যুদের পুনর্বাসন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ২০১৮ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। এরপর থেকে র্যাবের আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। আত্মসমর্পণের পর থেকে সরকার ও র্যাবের পক্ষ থেকে দস্যুদের বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। এবার এই দস্যুদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে র্যাব। এরই অংশ হিসেবে স্বাভাবিক জীবনে ফেরা আত্মসমর্পণকৃত ৩২৬ সাবেক বন দস্যুর মধ্যে ১০২ জনকে বসত ঘর, ৯০ জনকে মুদি দোকান ,১২ জনকে জালসহ নৌকা, ৮ জনকে ইঞ্জিন চালিত নৌকা এবং ১১৪ জনকে ২২৮ টি বাছুর সহ গাভীন গরু প্রদান করা হয়।
ঘর, নৌকা, ট্রলার, জালসহ পুর্নবাসন সহায়তা প্রদাণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শামসুল হক টুকু, সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল, সংসদ সদস্য পীর ফজলুর রহমান, সংরক্ষিত সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশের মহাপরিচালক ড. বেনজির আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।
র্যাব-৬ ও র্যাব-০৮ এর অধিনায়কগন, বাগেরহাট জেলাসহ স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা এবং উপকার ভোগী পুর্নবাসন সহায়তাপ্রাপ্ত ৩শ ২৬ জন সাবেক বন ও জলদস্যু উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানঁ বলেন নতুন করে কেউ আর সুন্দরবন এলাকায় দস্যুতার কথা মাথায় আনবেন না।
আপনাদের সব রকম সহায়তার জন্য সরকার প্রস্তুত আছে এবং আমাদের প্রশাসন বনদস্যু, জলদস্যু দমনে সর্বদা সচেষ্ট আছে এবং পূর্বের থেকে অনেক আধুনিকায়ন হয়েছে।