উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন আতিকুর রহমান(সুজন)।
১ নভেম্বর সোমাবার দুপুরে রিটানিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মোঃমোখলেছুর রহমান এর কার্যালয়ে অর্ধশত সমর্থক নিয়ে তার মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় মেম্বর পদপ্রার্থী আতিকুর রহমান বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের মেম্বরপদ জনগণের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
সন্ত্রাসমুক্ত,মাদকমুক্ত,দুর্নীতিমুক্ত ও পেশি শক্তিমুক্ত উন্নয়নশীল সমাজ গঠনে অঙ্গিকার ব্যাক্ত করেন। পঞ্চক্রোশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কাজিপাড়া, পঞ্চক্রোশী ও পাথারপাড়া গ্রামের জনসাধারনের ভালোবাসা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান তিনি। তিনি আরো জানান কাজিপাড়া ও পাথার পাড়া দুটি ভোট কেন্দ্র বহিরাগত লোকের পেশি শক্তির প্রভাবে নির্বাচনের পরিবেশ বিনষ্টের আশঙ্কা প্রকাশ করেন এবং ভোট কেন্দ্র দুটি ঝুঁকি মুক্ত রাখতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। নির্বাচনে কোন হস্তক্ষেপ না হলে তার বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেন। আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে ব্যাপক ভোটে বিজয়ী হয়ে জনগণের ভালোবাসায় পথ চলবেন বলে জানালেন তিনি।