স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের নাগরপুরের ১১ টি ইউনিয়নের নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী এর নেতৃত্বে একত্রে সরকার দলীয় মনোনয়নপত্র জমা প্রদান করেছেন। আজ (১ নভেম্বর)সোমবার দুপুর ২ ঘটিকায় উপজেলা দলীয় কার্যালয় থেকে ১১ জন নৌকা প্রার্থী একত্রে মিছিল নিয়ে উপজেলা চত্বর প্রদিক্ষণ করে এবং নিজ নিজ ইউনিয়ন নির্বাচনী বুথে স্ব স্ব মনোনয়নপত্র জমা প্রদান করেন।
সকলে মিলে একত্রে মনোনয়নপত্র জমা প্রদান প্রসঙ্গে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী বলেন, আমরা সব নৌকার প্রার্থী একত্রে মনোনয়নপত্র জমা দেওয়ায় নাগরপুরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ।আমরা সকলে ঐক্যবদ্ধ আছি এবং সামনে নির্বাচনে নৌকার বিজয় হবেই ইন’শাল্লাহ।
প্রতিটি নির্বাচনী বুথ পরিদর্শন শেষে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, আজ উৎসব মুখর পরিবেশে সব নৌকার প্রার্থী সহ আমরা উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মি মিলে মনোনয়নপত্র দাখিল করেছি। ২৮ তাখির নির্বাচনে নাগরপুর উপজেলাবাসী তাদের পছন্দের নৌকা প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে।
আজ সোমবার মনোনয়ন পত্র জমা দিয়েছেন নাগরপুর সদর ইউনিয়ন এর সাবেক দুই বারের চেয়ারম্যান মোঃ কুদরত আলী এবং পরবর্তীতে যথাক্রমে মোঃ আনিসুর রহমান (সহবতপুর), মোঃ শাহীদুল ইসলাম অপু (সলিমাবাদ), মোঃ জজ কামাল (মামুদনগর), মোঃ শামীম খান (পাকুটিয়া), মোঃ হামিদুর রহমান (ভাদ্রা), মোঃ শওকত হোসেন (বেকড়া), মোঃ মতিয়ার রহমান (ধুবড়িয়া), মোঃ শরিফুল ইসলাম (মোকনা), মোঃ আবুল হাশেম মিয়া (দপ্তিয়র), শেখ সামছুল হক (গয়হাটা)।
উল্লেখ্য, ৩য় তফসিল অনুযায়ী নাগরপুরের ভাড়রা ইউনিয়ন ব্যাতিত সকল ইউনিয়নে ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।