উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উল্লাপাড়া সহকারি কমিশনার (ভুমি) ইসরাত জাহান এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানকে সফল করার জন্য উপজেলা প্রশাসনকে পুলিশ ও পৌরসভা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভুমি) ইসরাত জাহান বলেন, উল্লাপাড়া পৌরশহরে অবৈধভাবে যে সমস্ত দোকানপাঠ গড়ে তোলা হয়েছে সেগুলো উচ্ছেদ করা হবে। বুধবার উল্লাপাড়া পৌর শহরের জয়দেব সড়কে যৌথভাবে অভিযান চালিয়ে বেশকিছু অবৈধ স্থাপনা ও দোকান পাঠ ভেঙে দেওয়া হয়। অনেক দিন ধরে শহরে অবৈধ স্থাপনা গড়ে একটি সুবিধা ভোগী মহল সাধারন মানুষের চলাফেরায় বেশ প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। এই অভিযান পরিচালনায় উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারি ও পুলিশ বাহিনীর সদস্যরা।