তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জ তাড়াশের চেয়ারম্যান পেলেন ইউনাইটেড নেসনস ডে পিচ এ্যাওয়ার্ড। ২৫ অক্টোবর সোমবার সন্ধ্যার আগে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন-এ অগ্রগামী মিডিয়া ভিশনের আয়োজনে “জাতিসংঘ দিবস-২০২১” উপলক্ষে আলোচনা সভা,গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বারুহাস ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তাকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য গুনীজন সংবর্ধনার সম্মাননা এ্যাওয়ার্ড ও সনদপত্র দেওয়া হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রালয়ের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। এ সময় বারুহাস ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের কাছ থেকে গুনীজন সংবর্ধনার সম্মাননা এ্যাওয়ার্ড ও সনদপত্র গ্রহণ করেন।
এর আগেও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য একাধিক এ্যাওয়ার্ড ও সনদপত্র পেয়েছেন চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা । তিনি তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের ২য় বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে গত দশ বছরে অবহেলিত জনপদের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টেকসই উন্নয়ন ও করোনা কালীন বিশেষ ভূমিকা’সহ সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় রাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে বেশ কয়েকবার এ সম্মাননায় ভূষিত করেছেন।