মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী): রাজশাহীর বাঘায় পানি সরবরাহ আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের আওতায় আর্সেনিক ক্রিনিং কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৫অক্টোবর) সকালে সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এনজিও ফর পাবলিক হেলথ,রাজশাহী অঞ্চলের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) আমিরুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম,উপজেলা ভাইন্স চেয়ারম্যান মোকাদ্দেস আলী, নারী ভাইন্স চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস,উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আল্পনা ইয়াসমিন প্রমুখ।