২০ অক্টোবর বুধবার, রাস্তার বেহাল অবস্থা দেখে এলাকাবাসীকে সাথে নিয়ে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ আমীরপুর রাস্তাটির সংস্কার কাজ শুরু করেন সাইদুল ইসলাম বাচ্চু । রাস্তার অবস্থা এতটাই খারাপ যে রাস্তা দিয়ে অসুস্থ রোগী কিংবা গর্ভবতীদের যানবাহনে নিয়ে চলাচল দুষ্কর হয়ে দাঁড়িয়েছে ।
তাছাড়া এই রাস্তা দিয়ে এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ চার পাঁচ হাজার লোকের দৈনন্দিন কাজে চলাফেরা করতে চরম কষ্ট হয় । দুইটি স্কুল, দুইটি মাদ্রাসা ও চারটি মসজিদে গমনের জন্য আশপাশের এলাকাবাসীদের এই রাস্তা ব্যবহার করতে হয় অথচ স্থানীয় জনপ্রতিনিধিসহ কারও মনোযোগ নেই, এই রাস্তা সংস্কারের দিকে। দুর্ভোগ দুর্দশার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে এই রাস্তাটি ব্যবহার করছেন এলাকাবাসী ।
এলাকাবাসীরা জানান স্থানীয় এমপি, জেলা পরিষদ চেয়ারম্যানসহ অনেকেই আশ্বাস দিয়েছেন কিন্তু কাজ হয়নি আজও । তাই রাস্তার এই বেহাল অবস্থা ও এলাকাবাসীর দুর্ভোগ দেখে স্বেচ্ছায় নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার কাজে এগিয়ে এসেছেন সমাজসেবক ও ব্যবসায়ী সাইদুল ইসলাম বাচ্চু । তিনি মূলত সৌদিআরব আওয়ামীলীগের রিয়াদ শাখার সাবেক সাধারন সম্পাদক। আওয়ামীলীগের কর্মী হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন । পাশাপাশি নিজ এলাকার জন্যও কাজ করছেন নিরলসভাবে এলাকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। সুখে-দুঃখে সবসময় তিনি পাশে থাকছেন গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, সাইদুল ইসলাম বাচ্চু সমাজসেবাসহ বিভিন্ন মহতী কাজে সম্পৃক্ত থাকার কারণে পাঁচগাঁও ইউনিয়নের আগামী দিনের নৌকার কান্ডারি হিসেবে তাকে দেখতে চান এলাকার সাধারন জনগণ ।