স্টাফ রিপোটারঃ সম্প্রদায়িক সম্প্রতি সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রতিমা,মন্দির,অগ্নি সংযোগ,ঘর-বাড়ী লুটপাট ও নিরহ মানুষ হত্যার ঘটনায় আমাদের করনীয় বিষয় নিয়ে সমাজের জনপ্রতিনিধি,মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষক,সাংবাদিক,সমাজের সচেতন ব্যক্তিদের নিয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উল্লাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বিশেষ সভাটি উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমদের সভাপতিত্বে বিশেষ আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাহফুজ হোসেন, উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভুমি) ইশরাত জাহান, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সরকারী মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, উপজেলা হিন্দু বৌদ্ধ -খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাত নন্দী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু গৌতম কুমার দত্ত প্রমুখ।
এসময় বক্তারা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। ধর্ম যার যার, দেশ সবার এই শ্লোগানকে সামনে রেখে প্রত্যেক নাগরিকে তার অবস্থান থেকে সমাজে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আহবান জানান তারা।