মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের কমলনগরে এক সাথে দুই বোন নিখোঁজ।

রিপোটারের / ৩৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নাজমা আক্তার (১৫) ও পপি আক্তার (১৫) নামের দুই কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে পরিবারের পক্ষ থেকে থানায় ডিজি করা হয়েছে।

এর আগে সোমবার (১৮ অক্টোবর) ভোরে তারা বের হয়ে বাড়িতে আর ফিরে আসেনি। নিখোঁজ নাজমা আক্তার উপজেলার চর মার্টিন ইউনিয়নের সিডু মাঝি বাড়ির শামছুল হকের মেয়ে। সে স্থানীয় মুন্সিরহাট আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। পপি আক্তার একই বাড়ির নুরুল হকের মেয়ে। নিখোঁজ দুই কশোরী চাচাতো-জেঠাতো বোন।

নিখোঁজ নাজমা আক্তারের ভাই সবুজ আলম ও পপির ভাই মো. ফারুক জানান, সোমবার ভোরে সবার অজান্তে তারা বাড়ি থেকে বের হয়।এরপর থেকে আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে সন্ধান করেও তাদের পাওয়া যায়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, দুই কিশোরীর পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই রহস্য উৎঘাটন করা যাবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর