রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

করতোয়ায় পানি কমতে শুরু করায় ভাঙ্গনে বিলীন হচ্ছে ফসলি জমি

রিপোটারের / ৩৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

নিজেস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেতবাড়ী ও পূর্ব সাতবাড়ীয়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত করতোয়া নদীতে পানি কমতে শুরু করায় আবারও ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। চলতি বছর বর্ষা মৌসুমের শুরুতে নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ব্যাপক ভাঙ্গন। গত দুই মাসে এই দু‘টি গ্রামের প্রায় ২৫ বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে। ভেঙ্গে গেছে কয়েকটি বাড়ি। দু সপ্তাহ ধরে ভাঙ্গন চলতে থাকায় নদী পাড়ে অবস্থিত কয়েকটি গভীর নলকূপের বোরিং ভবন এখন হুমকির মুখে। ভাঙ্গন অব্যাহত থাকলে কয়েক দিনের মধ্যে পূর্ব সাতবাড়ীয়া গ্রামের পাশের গভীর নলকূপের ভবনসহ নলকূপ প্রকল্পের বেশ কয়েক বিঘা জমি নদীতে ভেঙ্গে যাবার আশংকা করছেন সংশ্লিষ্ট প্রকল্পের মালিকেরা।

বেতবাড়ী গ্রামের উক্ত নদীপাড়ের ভূমি মালিক শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম ও আবুল কালাম জানান, করতোয়া নদী পাড়ে তাদের বেশ কয়েকটি গভীর নলকূপ প্রকল্পের আওতায় অনেক জমি রয়েছে। নদীতে ভাঙ্গন শুরু হওয়ার পর ৬/৭ বিঘা জমি ভেঙ্গে গেছে। আরও জমি ভেঙ্গেছে গ্রামের অন্য কয়েক জনের। তারা নদীপাড়ের ফসলি জমি নিয়ে এখন চরম উদ্বিঘœ। বাঁশ দিয়ে গভীর নলকূপ প্রকল্পের মালিকেরা প্রাথমিকভাবে নদী ভাঙ্গন প্রতিরোধ করার চেষ্টা করলেও তাতে কোন কাজ দিচ্ছে না। অবিলম্বে ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা না নেওয়া হলে অনেক জমি নদীতে বিলীন হয়ে যাবে। সেই সাথে ৫/৬ টি গভীর নলকূপ এর বোরিং সহ পাকা ভবন নদীতে চলে যাবে। এতে চরম ক্ষতির সম্মুখীন হবেন জমির মালিকেরা। এরা এখন চরম উদ্বিঘœ বলে জানান।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ জেলা অফিসের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, উল্লাপাড়ার বেতবাড়ী ও পূর্ব সাতবাড়ীয়া গ্রামের পাশে করতোয়ার ভাঙ্গন স্থায়ীভাবে প্রতিরোধের জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে সিসি বøক তৈরি করা হচ্ছে। নদীতে পানি আরও কমে গেলে আগামী ডিসেম্বর মাসের শুরু থেকে বøক গুলো ভাঙ্গন স্থলে বসানোর কাজ শুরু হবে। আর এতে প্রতিরোধ করা যাবে নদীর ভাঙ্গন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর