রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৭ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
জন্ম দিবস উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা প্রসাশন ও রামপাল উপজেলা আওয়ামীলীগ পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে।
রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেনথর সভাপতিত্বে উপজেলা প্রসাশনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখ মোয়াজ্জেম হোসেন।
অন্যদিকে রামপাল উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল ওহাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক মোল্লা আঃ রউফ। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৯ টার সময় প্রথমে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পন করা হয়।
পূষ্পস্তবক অর্পন শেষে বিটিবিতে ধারণকৃত মূল অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি দেখানো হয়। এরপর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা, চিত্রঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা হয়।
উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আঃ জলিল, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফফর হোসেন, রামপাল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন, রামপাল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অব) মোতাহার রহমান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হামীম নূরী,ধর্ম বিষয়ক সম্পাদক আকবর আলী, বাগেরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও বাঁশতলী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শেখ মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল (ভিপি সোহেল), রামপাল উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও রামপাল সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার,উজলকুড় ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, জেলা পরিষদ সদস্য অসিত বরণ কুন্ডু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান,সমাজসেবা অফিসার শাহিনুর রহমান, রামপাল উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, রামপাল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরাফাত হোসেন কচি, বাগেরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু,রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক শেখ সাদী সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।