সবুজ সরকার বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ বেলকুচিতে মরিয়ম খাতুন(১৭) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর শ্বশুর বাড়ির লোকজন উধাও হয়েছে।
নিহত গৃহবধূর পরিবারের দাবি,শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক নির্যাতন করে হত্যা করে ঘরে ধরনার সাথে ঝুলিয়ে রেখেছে। ১৮ অক্টোবর সোমবার সকালে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই কুয়েত পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলকুচি উপজেলার তামাই পশ্চিম পাড়া গ্রামের সামচুল মোল্লার মেয়ে মরিয়ম খাতুনের সঙ্গে প্রায় ৬ মাস আগে উপজেলার তামাই কুয়েত পাড়া গ্রামের জামাই বুদ্দু ছেলে আব্দুর রহমানের সাথে পরিবারের অমতে বিয়ে হয়। বিয়ের পর থেকে মরিয়মের স্বামী পাবনা তাঁতের কাজ করে। অমতে বিয়ে হওয়ায় দু’পরিবারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ সোমবার সকাল ৬ টায় মরিয়মের জাঁ তানিয়ার ঘরের দরজা বন্ধ থাকায় ঘরের জানালা দিয়ে মরিয়মের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তানিয়া চিৎকার দিলে হাজী ইসমাইল হোসেন (মামা শ্বশুর) এসে ধরনার সাথে শাড়ি দিয়ে পেঁচানো অবস্থায় লাশ নামিয়ে মাঠিতে রাখে। নাম প্রকাশ না করাই অনেকে জানান, মেঝেতে রক্তাক্ত ছিলো মৃত্যুর কারনটা রহস্য জনক প্রকৃত মৃত্যুর কারন তদন্তের মাধ্যমে বের করা হক।
গৃহবধূর শ্বশুর বাড়ির পরিবার ও হাজী ইসমাইলের সাথে যোগাযোগ করা চেষ্টা করা হলে তাদের খুঁজে পাওয়া যায়নি।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত নুরে আলম জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।