জিতু আহমদ,ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৬অক্টোবর) ভোর ৬ টায় সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জের ছাতক যাওয়ার পথে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সামনে আসা মাত্র এসকে পরিবহন ঢাকা মেট্রো ব-১৫-৭৮০৫ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এতে আহত হয়েছেন ১৫জন। তাৎক্ষণিক এলাকার যুবক ও ওসমানীনগর থানার এসআই মলাই মিয়ার নেতৃত্বে থানা পুলিশের সহযোগীতায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা ও আহতরা জানান, চোখে ঘুম নিয়ে চালক বাস চালানোয় এ দুর্ঘটনা ঘটে।
ওসামনীনগর থানার ওসি শ্যামল বণিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ছাতক যাওয়ার উদ্দেশ্য ছিল। বাস চালক চোখে ঘুম নিয়ে বাস চালাচ্ছিলেন। উপজেলার দয়ামীর ইউনিয়নের সামনে আসা মাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ যাত্রী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাস চালক পালিয়ে গিয়েছে বলে জানান তিনি।