সারোয়ার হোসেন তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে হিন্দুধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজায় আনন্দ ঘন পরিবেশে প্রতিমা বিসর্জ্জন দেয়া হয়েছে।
শুক্রবার(১৫ অক্টোবর) বিকেলে পুলিশ ও আনসার বাহিনীর কঠোর নিরাপত্তায় তানোর কেন্দ্রীয় শিবতলা রাধা গোবিন্দ মন্দির সহ সবগুলো মন্দিরের প্রতিমা বিসর্জ্জন দেয়া হয়।
তানোর শিবতলা কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরের প্রতিমা বিকেল ৬টার দিকে ঢাক ঢোল বাজিয়ে একে অপরের গালে মুখে সিঁদুর মাখিয়ে দুর্গাদেবী(মা)কে খুশি করে শেষ বিদায় জানাতে আনন্দ উল্লাস করা হয়। আনন্দ উল্লাস শেষে ইঞ্জিন চালিত (ভুটভুটি) গাড়িতে করে পৌরসভা সংলগ্ন পালপাড়া মোড়ে অবস্থিত পালের পুকুরে বিসর্জ্জন দেয়া হয় প্রতিমা।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব জানান, কোন অসাম্প্রদায়িক ঘটনা ছাড়াই সুষ্ঠু পরিবেশে উপজেলার ৬০টি মন্দিরের প্রতিমা বিসর্জ্জন দেয়া হয়েছে।