শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

গোয়ালন্দে প্রতিমা বিসর্জনে দেবীর বিদায়।

রিপোটারের / ২০২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

মইনুল হক মৃধা,গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধিঃ রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়।

সন্ধ্যার পর গোয়ালন্দ উপজেলার পৌর শহরে ৫ নং ওয়ার্ডের পদ্মা মোড় এলাকায় নদীতে      প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একের পর এক বিভিন্ন মণ্ডপ থেকে ঘাটে প্রতিমা আসতে থাকে বিসর্জনের জন্য। শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী-বন্দনার গানের মধ্য দিয়ে বিজয়া দশমীর শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। বিধি-নিষেধের কারণে শোভাযাত্রায় ভক্তদের সংখ্যা ছিল অন্য বছরের তুলনায় কম।

গোয়ালন্দ পদ্মার মোড় এলাকার নদী ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিমা বিসর্জন দেয়া হয়। প্রতিমা ঘাটে নেয়ার পর ভক্তরা শেষবারের মতো ধূপধুনো নিয়ে আরতি করেন। শেষে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীকে বিসর্জন দেয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর