মামুন হোসাইন লালমোহন(ভোলা)প্রতিনিধি: মা ইলিশ রক্ষা পেলে, সারা বছর ইলিশ মেলে, এই স্লোগান কে সামনে রেখে লালমোহন উপজেলাধীন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে ২৯৬৮ জন জেলের মাঝে মৎস্য ভিজিএফ চাউল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায়,লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জেলের মাঝে ২০ কেজি করে মৎস্য ভিজিএফ চাউল বিতরণ করা হয়।
এসময় ট্যাক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ,লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়াঁ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব,ইউপি সদস্য বৃন্দ সহ অন্যান্যরা।
এ সময় চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়াঁ তার বক্তব্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলেদের মাঝে মৎস্য ভিজিএফ চাউল বিতরণে ব্যবস্থা করে জেলেদের মুখে হাসিফুটান তাই ৯ নং লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে সর্বস্তরের জনগণে পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি ও লালমোহন তজুমদ্দীনের মাটি ও মানুষের প্রান প্রিয় নেতা আলহাজ্ব নূরুনবী চৌধুরী শাওন এমথপি মহোদয় সর্বদাই তাঁর নির্বাচনী এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকে সেবা করে যাচ্ছেন। আপনারা সবাই এমথপি মহোদয় এর জন্য মনখুলে দোঁয়া করবেন।
এসময় তিনি আরো বলেন,৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাই এ সময় কোন প্রকার মা ইলিশ ধরা, মজুদ করা, এবং বিক্রি করা যাবে না, এ জন্য এ ২২ দিনের খাদ্য সামগ্রী আপনাদের দেয়া হচ্ছে।