ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর ছিলো গ্রামীণফোনের সকল রিটেইলারদের জন্য স্মার্টফোন জেতার সুযোগ।
প্রতি মিনিটের প্রথম ৩০৭ রিচার্জ করে প্রতি মিনিটে সারাদেশে যার রিচার্জ প্রথম হবে সে পাবে একটি ৪জি স্মার্টফোন( সধীরসঁসং উ৭) ২৯ সেপ্টেম্বর ২৫ টি ৩০ সেপ্টেম্বর ৫৩ টি দু’দিনে মোট ৭৮ টি স্মার্টফোন বিজয়ী হলো ছাতকের চরমহল্লা টেটিয়ারচর বাজারের গ্রাহক সেবা নামে টেলিকম।
নলজুর কর্পোরেশন ছাতক ডিস্টিবিউটর হাউজ সুত্রে জানা যায় ছাতকে প্রায় এক হাজার রিটেইলারদের মধ্যে একমাত্র স্মার্টফোন বিজয়ী গ্রাহক সেবা টেলিকম। গ্রামীণফোনের ছাতক টেরিটোরি ম্যানেজার জানান ৩০৭ অফার বিক্রি করে সারা বাংলাদেশের অংশগ্রহণ কারী রিটেইলারদের মধ্যে ৭৮ টি স্মার্টফোন বিজয়ী হয়ে ৪ তম স্থানে রয়েছে ছাতকের গ্রাহক সেবা টেলিকম।
১২ অক্টোবর গ্রামীণফোনের নলজুর কর্পোরেশন ছাতক হাউজ গোবিন্দগঞ্জ থেকে ৭৮ টি স্মার্টফোন বিজয়ী গ্রাহক সেবা টেলিকমের পরিচালক আফজল হোসেন এর পক্ষে গ্রহন করেন আব্দুল বাছিত। তাকে তার অর্জন করা ৭৮ টি স্মার্টফোন তুলে দিলেন ছাতক হাউজের ডিস্টিবিউটর ম্যানেজার রাজন দাস,সুপার ভাইজার লিটন লাল ধর লিমন, এসময় উপস্তিত ছিলেন ছাতক লাফার্জ,টেটিয়ারচর মার্কেট সেলস ম্যান সুজন তালুকদার।