রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী হাবিবুন নাহার হিন্দু সম্প্রদায়ের সাথে বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রতি বছরের ন্যায় এ বছর ও তিনি উপজেলার সকল পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
রামপাল উপজেলা পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে, দূর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে ১৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপমন্ত্রী হাবিবুন নাহার প্রথমে উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর একে একে তিনি বাঁশতলী ইউনিয়ন, বাইনতলা ইউনিয়ন, উজলকুড় ইউনিয়ন, রামপাল সদর ইউনিয়ন, গৌরম্ভা ইউনিয়ন,রাজনগর ইউনিয়ন সহ উপজেলার ১০ টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ও দূর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বক্তব্যে মাননীয় উপমন্ত্রী বলেন যে, বিশ্বে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য অবস্থান ধরে ধরে রেখেছে। সকল সম্প্রদায়ের মানুষ একে অপরের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে আনন্দ ভাগাভাগি করে নেয় যা বিশ্বে বিরল। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধর্মীয় এ সম্প্রতি ধরে রাখার জন্য সব সময় কাজ করে যাচ্ছেন।
এসময় তার সাথে ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মোল্লা আঃ রউফ, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মোঃ শামসুদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, বাঁশতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।