রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসবে বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য, তারুন্যের অহংকার শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট জেলার রামপাল উপজেলার প্রত্যেকটি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করেছেন। ১৩ই অক্টোবর বুধবার (এম.পি) তন্ময়’র পক্ষ থেকে রামপাল উপজেলার ৩৯টি পূজা মন্ডপে ৩ হাজার টাকা করে মোট ১ লক্ষ ১৭ হাজার টাকার এ শুভেচ্ছা উপহার পৌঁছে দেয়া হয়েছে।
জানা যায়,শারদীয় দূর্গোৎসবে শুভেচ্ছা উপহার হিসেবে বাগেরহাট -২ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যাক্তিগত ভাবে এ নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ ও বাগেরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী আহ্বায়ক এবং বাঁশতলী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শেখ মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল (ভিপি সোহেল) এম.পি তন্ময়’র পক্ষে প্রতিটি পূজা মন্ডপে এ শুভেচ্ছা উপহার পৌঁছে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী, বাঁশতলী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শেখ নাজিম উদ্দিন, উজলকুড় ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্য বৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় করোনার দূর্যোগকালীন রামপালে ১ হাজার ৫’শ মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান, অক্সিজেন সিলিন্ডার প্রদান ও স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে বাড়ি বাড়ি অক্সিজেন সেবা প্রদান সহ নানামুখী জন কল্যান কাজের মাধ্যমে সাধারণ মানুষের ব্যাপক প্রসংশা কুড়িয়েছেন।