জিতু আহমদ,ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অষ্টমী পেরিয়ে আজ নবমী। উৎসব মুখর পুরো দেশ। সিলেটের ওসমানীনগরে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মা দুর্গাকে দেখার ভিড়।শারদীয় উৎসবে নানা-ধর্ম ও বর্ণের মানুষ। আজ ১৪ অক্টোবর বৃহস্পতিবার দুর্গাপূজার মহানবমী। এদিন নানা আয়োজনের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ।
সরজমিনে,গোয়ালাবাজর ইউনিয়নের তেরহাতি কালাচাদঁ জিউ মন্দিরসহ উপজেলার প্রতিটি পূজা মন্ডপ গুলোতে কেবল উৎসবের আমেজ বিরাজ করছে তা নয়, সর্বত্র আলো ঝলকানি আর ভক্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। গতকাল ছিল মহা অষ্টমী ভক্ত দর্শনার্থীদের যেমন ঢল নেমেছিল অনুরুপ পুরোহীতদের মন্ত্রপাঠ, প্রসাদ বিতরন, ঢাক, ঢোল, কাশি বাশি, সানাইয়ের বাজনায় বিশেষ শিহরন এবং আনন্দ স্রোত বইতে থাকে। মহানবমী হল দুর্গা পূজার শেষ দিন। সন্ধিপূজার পর শুরু হয় মহানবমীর পূজা। এই দিন ষষ্ঠী থেকে যত দেবদেবীর পূজা করা হয়েছে, তাদের প্রত্যেককে আহুতি দিতে হয়। এই দিনের অন্যতম অঙ্গ হচ্ছে বলিদান। কুস্মান্ড, ইক্ষুদান বলি দেওয়া হয়।সৃষ্টি, স্থিতি, বিনাশ দেবী দুর্গার এই তিন শক্তির আরাধনা করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা।
এদিকে শারদীয় দুর্গাপূজা সফলভাবে উদযাপনের জন্য প্রশাসন থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া রয়েছে।কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা সংক্রান্ত খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর থেকে নিরাপত্তা ব্যবস্থায় আরোও জোরদার করেছে প্রশাসন।যে কোন সমস্যার সমাধানের জন্য দেয়া হয়েছে কন্ট্রোল রুমের মোবাইল নম্বার-০১৭১৬ ২৩০১০১। দূর্গা উৎসবে যাতে কোন অপ্রীতিকর কিছু না ঘটে সে জন্য মাঠে প্রশাসন তৎপর রয়েছে।পুলিশ-আনসার-ভিডিপির সার্বক্ষণিক মাঠে কড়া টহল দিচ্ছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক চয়ন পাল বলেন, শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপগুলোতে মাঠে কড়া টহল দিচ্ছে প্রশাসন। সাথে পূজা পরিষদের উদ্যোগে ১৫ সদস্যের একটি মনিটরিং সেল রয়েছে। আজ নবমী বিদায়ের সুর বাজেঁ। সকাল থেকেই প্রসাদ বিতরণ শুরু হয়েছে। সেইসঙ্গে সন্ধ্যায় ভোগ আরতি।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বলেন, আমরা অবগত আছি যে কুমিল্লা নগরীর একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননা করার খবরে যে সংঘর্ষ হয়েছে ।শারদীয় দুর্গাপূজায় যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়ানোসহ সার্বিক আইন শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মণ্ডপগুলোতে পুলিশ-আনসার-ভিডিপির সার্বক্ষণিক মাঠে কড়া টহল দিচ্ছে।
এদিকে সবার চোখে এখন উৎসবের রেশ।আজই তো আনন্দের শেষ দিন।কারণ শুক্রবার (১৫ অক্টোবর) বিজয়া দশমী। দিনের প্রথম ভাগে মাথকে বিদায় জানাতে হবে, এমন বাস্তবতাকে সামনে রেখে ভক্তি আর শ্রদ্ধায় আরতি, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে চলছে মহা নবমী। শুক্রবার বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবছরের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।