মইনুল হক মৃধা,গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে ৯ জেলেকে ১২ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোররাত ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর চরবেতকা, রাখালগাছি নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। এ সময় জেলেদের থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল, ৫০ কেজি ইলিশ মাছ আটক করা হয়েছে। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে ও মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং মাছ ধরার ৩ টি নৌকা জব্দ করে ৩০ হাজার টাকা নিলামে বিক্রয় করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মো. রেজাউল শরিফ জনান, মা ইলিশ সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৯ জেলেকে আটক ও ৩০ হাজার মিটার মাছ ধরার কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্টেট।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্টেট মো. রফিকুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ আইন না মানায় ৯ জেলেকে ১২ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় ৩০ হাজার মিটার জাল পদ্মা নদীতে আগুনে পুড়িয়ে ভস্মিভুত করা হয় ও ৫০ কেজি জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার ছাত্রদের মাঝে প্রদান করা হয়।
কমোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ রেজাউল শরিফ, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।