নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক,সঙ্গে ছিলেন এস আই মমিনুল ইসলাম পি পি এম।
মঙ্গলবার ১২ অক্টোবর সন্ধ্যায় উপজেলার আন্দিউড়া ইউনিয়নে ১৪ টি পূজামন্ডপ ঘুরে পরিদর্শন করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।এ সময় তিনি বলেন দীর্ঘদিন ঢাকায় চাকরি করার সুবাদে জাঁকজমকপূর্ণ দুর্গাপূজা দেখেছি। এবার মাধবপুর থানায় প্রান্তিক জনপদের দুর্গাপূজা উৎসব দেখছি। এই প্রান্তিক জনপদের দুর্গাপূজায় যে আবেগ-উচ্ছ্বাস ভালোবাসা দেখলাম তা ঢাকার জাঁকজমকপূর্ন রঙিন আলোর পূজামণ্ডপে দেখিনি। খুবই ভালো লেগেছে এই এলাকার গ্রামের পূজামণ্ডপ গুলো পরিদর্শন করে।
উৎসবমুখর পরিবেশে শেষ হোক এবারের শারদীয় দুর্গা উৎসব। উপজেলার মোট একশ বাইশটি পূজা মন্ডপ প্রতিটি পূজা মণ্ডপে প্রত্যেকটি মন্ডপে পরিদর্শন করা হবে।
উপজেলার দূর্গা পূজার মন্ডপের নিরাপত্তা নিশ্চিতের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে।সমাজের যাবতীয় অনাচার অবিচারকে দলিত করে ধর্ম ও মানবতা প্রতিষ্ঠায় সনাতন ধর্মের অনুসারীরা দুর্গাদেবীর আরাধনার মাধ্যমে করোনার দুযোর্গকালিন সময়ে দূর্যোগ থেকে মুক্তিসহ শোষনহীন সুন্দর সমাজ প্রতিষ্ঠার প্রার্থনা করবেন।পূজা কমিটির লোকজন ও অন্যানরা উপস্থিত ছিলেন।