আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীতে মা ইলিশ শিকার নিষেধ আইন উপেক্ষা করে ‘মা ইলিশ শিকারের দায়ে ৪ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১১অক্টোবর) সকালে ‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযান-২০২১ সফল করার নিমিত্তে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর উপজেলার অংশে পরিচালিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪ জেলেকে আটক করা হয়।এ সময় উদ্ধার করা হয়, ৩ কেজি ইলিশ মাছ ও অবৈধ ১৩ হাজার মিটার কারেন্ট জাল।
ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ ৪ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।আটককৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয় এবং যথাক্রমে জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় সহযোগিতায় ছিলেন,বঙ্গবন্ধু সেতু পশ্চিম নৌ-পুলিশ ফাড়ির ইন্সপেক্টর মোঃ আতাউর রহমান সহ নৌ-পুলিশ সিরাজগঞ্জ এর সদস্যবৃন্দ এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর,সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা জনাব মোঃ আমজাদ হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দরা ।