নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের মানবিক সহযোগিতায় বয়স্ক ভাতার টাকা ফিরিয়ে এনে তুলে দেওয়া হয়েছে,বৃদ্ধ মজিবর রহমানের হাতে।
মজিবর রহমান নলডাঙ্গা উপজেলার ১নং ব্রক্ষ্মপুর ইউনিয়নের সরকুতিয়ার মসজিদপাড়া গ্রামের মৃত রুপচাঁদ প্রামানিকের ছেলে।
নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়,নয় মাসের মোট ৪৫শ টাকা(বয়স্ক ভাতার)নম্বরের ভুলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসার্টের একজনের বিকাশ নম্বরে চলে যায়।
নলডাঙ্গা থানার চৌকস অফিসার এএসআই মেহেদুল ইসলাম অনেক চেষ্টা করে টাকাগুলো উদ্ধার করেন।
সোমবার(১১ অক্টোবর)উদ্ধারকৃত বয়স্ক ভাতার ৪৫শ টাকা মজিবর রহমানের হাতে তুলে দেয় নলডাঙ্গা থানা পুলিশ। বয়স্ক ভাতার টাকা ফেরত পেয়ে মজিবর রহমানের মুখে এখন তৃপ্তির হাসি।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন,সর্বোচ্চ চেষ্টা ও মানবিক দ্বায়বদ্ধতা থেকেই আমরা এই টাকাগুলো উদ্ধার করতে পেরেছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেকোন সমস্যা সমাধানে নলডাঙ্গা থানা পুলিশ সকলের পাশে থাকবে।