আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ওও প্রজেক্ট (এনএটিপি-২) (১ম সংশোধিত), মৎস্য অধিদপ্তর অংগ এর আওতায় কালিয়া হরিপুর সিআইজি (মৎস্য) সমবায় সমিতি এর অনুকূলে পিক-আপ ভ্যান বিতরণ করা হয়েছে।
রোববার (১০ অক্টোবর ) বিকেলে সদর উপজেলায় উক্ত পিকআপ ভ্যান বিতরণের অনু্ষ্ঠানের প্রধান অতিথি প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস, এম নাছিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন প্রমুখ ।
এসময় সহ সিআইজি সমিতির সদস্যবৃন্দ, মৎস্যচাষি ও সুধীজন এবং মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।