ছিদ্দিক ভোলা প্রতিনিধিঃ নিজেকে মানব সেবায় সদা নিয়োজিত রাখতে ঢাকা থেকে নিজ জন্মভূমি ভোলার দৌলতখানে এসে বিনা ফিতে রোগী দেখছেন প্রফেসর ডা. আফতাব ইউসুফ রাজ। তিনি ঢাকা স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসাল্যান্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকার প্রাক্তন প্রফেসর। ডাক্তার রাজ দেশ ও বিদেশে বিভিন্ন উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি এমডি (শিশু), এমডি (নবজাতক),ফেলোশিপ (কানাডা), এমপিএইচ (পুষ্টি) ডিগ্রি অর্জন করেন।
তিনি বিগত দুই বছর যাবৎ প্রতি মাসে দুই শুক্রবার দৌলতখানের উত্তর মাথায় লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগানস্টিক সেন্টারে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিনা ফিতে রোগী দেখেন। এলাকার হতদরিদ্র, অসহায় ও বিভিন্ন শ্রেশি-পেশার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে তিনি এ সেবা প্রদান করে যাচ্ছেন। তার এ সেবা পেয়ে অসহায় জনগোষ্ঠী খুবই খুশি।
প্রফেসর ডা.আফতাব ইউসুফ (রাজ) বলেন,আমি দীর্ঘ ১৮ মাস ধরে আমার জন্মস্থান ভোলার দৌলতখানের মানুষকে ফ্রি চিকিৎসাসেবা দিয়ে আসছি। এ উপজেলায় আমি জন্মগ্রহণ করেছি। আমি আমার জন্মভূমিকে ভালোবেসে দৌলতখানের মানুষকে ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং আজীবন সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যেতে চাই।
দৌলতখানের সৈয়দপুরের বাসিন্দা রুমা বেগমের কাছে ডা. রাজের চিকিৎসা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা যারা গরিব-অসহায়; ডাক্তারের ভিজিট দিয়ে চিকিৎসা সেবা পাওয়ার সামর্থ্য নেই তারা ফ্রি সেবা পেয়ে অনেক উপকৃত হয়েছি। আমরা তার জন্য প্রাণভরে দোয়া করি। তিনি যেন সুস্থ থেকে আজীবন আমাদের মতো অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যেতে পারেন।