নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎ সংযোগ স্থাপনে সিমেন্টের খুটা বসাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে চাচী ভাজিজার মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
সোমবার ১১অক্টোবর সন্ধা সাড়ে ৬ ঘটিকার সময় উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের বিলনাদা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। নিহতরা হলেন ওই গ্রামের বাশি আকন্দর স্ত্রী মর্জিনা খাতুন(৪৮) ও ভাতিজা রফিকুল ইসলাম (২৮)দেছের আকন্দর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় কিছুদিন পূর্বে গ্রামের বাশি ও দেছের বিদ্যুৎ সংযোগের আবেদন করেন। আবেদনের ফাইল পাশের পর বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে প্রতিবেশি আবুল কাশেম তার বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগে বাধার সৃষ্টি করে।পরে চাচী ভাতিজা মিলে বিকল্প পথে বিদ্যুৎ সংযোগ নিতে সিমেন্টের খুঁটি বসানোর উদ্যোগ নেয়। সিমেন্টের খুঁটি ঘরের উপর দিয়ে উঠে মূল তারে স্পর্শ করে। এতে খুঁটির সাথে বাছেদের ছেলে রফিক বিদ্যুৎতায়িত হয়ে পড়ে। চাচী ভাতিজাকে বাঁচাতে তাকে স্পর্শ করা মাত্র সে নিজেও বিদ্যুৎতায়িত হয়। এতে ঘটনা স্থলে দুজনের মৃত্যু হয়। এ সময় শহিদুল ইসলাম, ইয়াছিন আলী ও সোহাগ তাদের উদ্ধার করতে গিয়ে আহত হন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ ওসি ফজলে আশিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের খোঁজখবর নেওয়া হয়েছে। বিদ্যুৎ স্পর্শে মৃত্যু হওয়ায় নিহতদের লাশ দাফন কাফনের জন্য স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।