আজিজুর রহমান,মুন্না,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মতো নৌকার মাঝির দায়িত্ব পাওয়ায় ইউনিয়ন বাসী চেয়ারম্যান আলহাজ্ব নবীদুল ইসলামকে গণসংবর্ধনা প্রদান করেছেন।
ইউনিয়নের রাস্তা-ঘাটের উন্নয়নসহ জনসেবায় যথাযথভাবে দায়িত্ব পালন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ব জননেত্রী শেখ হাসিনা দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থী আলহাজ্ব নবীদুল ইসলামকে দ্বিতীয় বারের মত নৌকার প্রতীকে মনোনয়ন দেওয়ায় রোববার ১০ (অক্টোবর) বিকেলে মূলিবাড়ীতে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ের সামনে ইউনিয়নবাসী পক্ষে থেকে গণসংবর্ধনা’র আয়োজন করা হয়।
সয়দাবাদ ইউনিয়নের আওয়ালীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম পুনরায় নৌকা প্রতিক পাওয়ায় ইউনিয়নের বিপুলসংখ্যক নারী-পুরুষেরা রাস্তার দু’পাশে দাড়িয়ে নবীদুল ইসলাম আগমনকালে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন । এবং ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষেরা আওয়ালীগ সরকারের উন্নয়নের কর্মকাণ্ড ও সাফল্যের ব্যানার-ফেস্টুন নিয়ে এবং সরকারে নানা অর্জন ও আওয়ামীলীগের নানা শ্লোগান দিয়ে মিছিল করে, কেউবা আবার গান-বাজনা করে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে যোগদান করেন।
দুপুর থেকেই সয়দাবাদ মুলিবাড়ী চেকপোষ্ট এলাকায় জড়ো হতে থাকেন, ইউনিয়নবাসী ও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাক-ঢোল পিটিয়ে, গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জয় বাংলা ও নবীদুল ইসলাম এবং আওয়ামী লীগের নামে নানা স্লোগানে উৎসবমূখর পরিবেশ বিরাজ করে গোটা এলাকায়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং স্বাগত ও সমাপনি বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ালীগের সভাপতি আলহাজ্ব মােঃ আব্দুল আজিজ মন্ডল।অনু্ষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক রাশিদুল হাসান রাসেদ ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম।
এ সময় অনু্ষ্ঠানে, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মােঃ সাইদুল ইসলাম রাজা, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মােঃ গাজী আব্দুল মজিদ,শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মােঃ সেলিম হােসেন, ইউপি সদস্য আব্দুল মোমিন, শেখ মোঃ খলিলুর রহমান খলিল, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ, সয়দাবাদ ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি আব্দুল আওয়াল, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালাম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বনী, ইউনিয়ন যুবলীগের সভাপতি বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক রিগেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক প্রতীক হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ইউনিয়ন আওয়ামী মহিলালীগের সভাপতি ফুয়ারা খাতুন, সাধারণ সম্পাদক রিতা খাতুন সহ ইউনিয়ন আওয়ামীলীগ অন্যান্য নেতৃবৃন্দ ও তার বিভিন্ন অংগসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
সয়দাবাদ ইউনিয়নের নৌকার প্রতিক প্রাপ্ত এক মাত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম বলেন, জননেত্রী ও মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি ও ধন্যবাদ জানাই। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে রায় দিন। জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করুন। শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরুন।
তিনি আরো বলেন, সয়দাবাদ ইউনিয়নকে আরাে আধুনিক করা হবে। এ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে বন্ধ করা সহ অসামাজিক কর্মকাণ্ড, দুর্নীতি ও স্বজনপ্রীতি করে বা ঘুষ খেয়ে কোন দরবার শালীশ কোন ক্রমেই করতে দেয়া হবে না।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ নভেম্বর চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২৮-২৫ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।