মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে প্রেমিকের বিষপান।

রিপোটারের / ৩৬৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে আহসান (২৩) নামের এক প্রেমিকের আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে প্রেমিকের বাড়ি উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিয়াটি গ্রামে।

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল কাদের মিয়া। এ সময় স্থানীয়দের বরাত দিয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান এই মেয়েটির সাথে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া গ্রামের হাসিম ভূইয়ার ছেলে আহসানের সাথে প্রেমের সম্পর্ক ছিলো।

তিনি আরো জানান এই প্রেমের সম্পর্ক বয়কট করে মেয়ের পরিবার মালিয়াটি গ্রামের আবু তাহেরের ছেলে ইসমাইলের সাথে বিয়ের আয়োজন করা হয়। এ খবর প্রেমিক আহসান জানতে পেরে প্রেমিকার বাড়িতে গিয়ে বিয়ের অনুষ্ঠান চলাকালিন সময় বিষপান করে।

আহত অবস্থায় আহসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর