সবুজ সরকার বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ক্ষিদ্রমাটিয়া যমুনার তীরে দুই দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বেলকুচি পৌর সভার সার্বিক সহযোগিতায় ও মুকুন্দগাঁতী গ্রামের উদ্যোগে এই ঐত্যহ্যিবাহী নৌকা বাইচ এর আয়োজন করা হয়। আব্দুল মজিদ প্রমানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সন্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা ব্যাংক ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, আমন্ত্রিত অতিথি ওসি গোলাম মোস্তফা প্রমূখ।
লাখো মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজে এ নৌকা বাইচ হয়। বিভিন্ন বয়সের মানুষ যমুনা নদীর তীরে দাঁড়িয়ে ও শত শত নৌকা নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।
নৌকা বাইচ অনুষ্ঠানে ৫০টি মাঝির দল অংশ গ্রহন করেন। শনিবার নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী হবে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পাবে বাজাজ ১২৫ সিসি মটর সাইকেল, দ্বিতীয় স্থান অর্জনকারী পাবে ২৪ সেফটি ফ্রিজ, তৃতীয় স্থান অর্জনকারী পাবে ১৪ সেফটি ডিপ ফ্রিজ, চতুর্থ স্থান অর্জনকারী পাবে ৩২ ইঞ্চি মনিটর।
ক্যাপশন:নৌকা বাইচ প্রতিযোগিতায় ধুকুরিযা এক্সপেস নৌকা সামনের দিক এগিয়ে যাচ্ছে। ছবিটি শুক্রবার বিকালে বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া যমুনার নদীর তীর থেকে তোলা।