উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ করোনাকালে ঘরে বসে শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে উল্লাপাড়ার শিক্ষক আনোয়ার হোসেন একটি নতুন অ্যাপস তৈরি করেছেন। অ্যাপসটির নামকরণ করা হয়েছে এবিসি একাডেমি বিডি (ABC Academy BD) । উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া মহল্লার বাসিন্দা আনোয়ার হোসেন চলতি ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে এই নতুন অ্যাপস চালু করে এ অঞ্চলের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বেশ সাড়া ফেলেছেন। প্রথম পর্যায়ে এইচএসসি, অনার্স ও ডিগ্রী কোর্সের ১০টি বিষয়ের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীরা এসব বিষয়ে মোবাইল অ্যাপস ব্যবহার করে ইতোমধ্যেই ভালো ফলাফল পেতে শুরু করেছে। এই অ্যাপস থেকে সহযোগিতা পেতে কোন অর্থ নেওয়া হচ্ছে না। অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে ২০১৩ সালে আনোয়ার হোসেন এলাকায় প্রাইভেট পড়াতে শুরু করেন। এরপর খোলেন কোচিং সেন্টার।
আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন প্রাইভেট পড়াতে গিয়ে তিনি মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের নানামুখী সমস্যা উপলব্ধি করেন। আর এসব সমস্যা উৎরানোর লক্ষ্যেই তিনি তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি জন্য এবিসি একাডেমি বিডি অ্যাপস নামের এই নতুন অ্যাপসটি চালু করেন। তিনি আরো জানান, প্লে স্টোরে গিয়ে অইঈ অপধফবসু ইউ লিখে সার্চ দিলেই মিলবে এই নতুন অ্যাপসের অনলাইন ও অফলাইনে লেখাপড়ার সুযোগ। প্রথম পর্যায়ে তিনি ১০টি বিষয়ের সিলেবাস সম্পন্ন করেছেন। এই দশ বিষয়ে তার ক্লাস ও নোট সিট রয়েছে ৬ শতাধিক। আনোয়ার হোসেন বলেন, নতুন উদ্যোক্তা হিসেবে তার এই আধুনিক শিক্ষা কার্যক্রমে সহায়তা দিচ্ছেন তার স্ত্রী হিসাববিজ্ঞানে ¯স্নাতক ডিগ্রী অর্জনকারী সোমা খাতুন। এই অ্যাপসে ডেভেলপার হিসেবে কাজ করছেন নাজমুল হাসান এবং শিক্ষক হিসেবে কাজ করছেন, মাসুদ রানা, আবু বক্কর শাওন প্রমুখ। আনোয়ার হোসেন বলেন, এই নতুন অ্যাপস এর বৈশিষ্ট্য হলো- প্রতিটি সাবজেক্টের ক্লাসগুলো সিরিয়াল মোতাবেক সাজানো হয়েছে, ক্লাসগুলো ডাউনলোড দিয়ে ইন্টারনেট সংযোগ ছাড়াই দেখতে পারবে,প্রতিটি ভিডিও ক্লাসে লেকচার সিট পিডিএফ আকারে দেওয়া আছে, পড়াশোনা সংক্রান্ত সব ধরনের আধুনিকতা এই অ্যাপে রয়েছে।
আনোয়ার হোসেন আরো জানান, সার্বিক সহযোগিতা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তিনি আগামী কয়েক বছরে মোট ৩৫০টি বিষয়ের সিলেবাস সম্পন্ন করে লেকচার ও নোট সিট প্রস্তুত করতে পারবেন বলে আশাবাদী।
এই অ্যাপস ব্যবহারকারী শিক্ষার্থী সরকারি আকবর আলী কলেজের ছাত্র আব্দুল আলীম, রেজওয়ান, পার্থ এবং বিজ্ঞান কলেজের ছাত্রী সুরাইয়া খাতুন জানালেন, তারা করোনা মহামারীর সময় তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আনোয়ার হোসেনের এই অ্যাপস ব্যবহার করে অনেক উপকৃত হয়েছে। একই সঙ্গে অনলাইন অফলাইনে লেকচার শ্রবন ও পিডিএফ ফাইল থেকে সংশ্লিষ্ট পাঠক্রমের লেকচার সিট গ্রহণের সুযোগ থাকায় তাদের পড়ালেখা চালিয়ে যেতে অনেক সহযোগিতা দিয়েছেন এই তরুণ উদ্যোক্তা।
উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান জানান, আনোয়ার হোসেনের নবসৃষ্ট অ্যাপস তিনিও দেখেছেন। এতে বিশেষ করে যেসকল কর্মজীবি শিক্ষার্থী শারীরিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারছে না তারা এই অ্যাপসের মাধ্যমে লেখাপড়ার যথেষ্ট সুযোগ পাবে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, আনোয়ার হোসেনের তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সৃষ্ট নতুন অ্যাপসটি উল্লাপাড়ায় বেশ সাড়া জাগিয়েছে। তিনি আনোয়ারের এই আধুনিক শিক্ষা ব্যবস্থার উদ্যোগকে স্বাগত জানিয়ে এ ব্যাপারে তার কার্যক্রম সম্প্রসারিত করতে সহায়তা দেওয়ার ঘোষনা দিয়েছেন।