শাহিনুর রহমান,তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ১১ দিনের ব্যবধানে ২বার র্যাবের অভিযানে প্রায় ৪৫ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে। সচেতন জনগনের মধ্যে মাদকের ভয়াবহতায় হতাশা দেখা দিয়েছে। জানা গেছে ২২ সেপ্টেম্বর বুধবার র্যাব- ১২ এর এরজুটেন্ট ও অপস অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি চৌকষদল তাড়াশে মহিষলুটি বাজারের পাকা রাস্তার উপর থেকে ২শ ৬ গ্রাম হেরোইন সহ একজন শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকের দাম প্রায় ২০লাখ টাকা।
এ সময় তার সংগে থাকা একটি ট্রাক ১টি মোবাইল ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়। অনুরুপ ভাবে ৪ অক্টোবর সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১২ এর একটি চৌকষদল তাড়াশে মহিষলুটি বাজারের ওই পাকা রাস্তার উপর এস,এস ফল ভান্ডানের সামনে থেকে ২শ ৫০ গ্রাম হেরোইন সহ তিন জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা করে।
উদ্ধারকৃত মাদকের দাম প্রায় ২৫ লাখ টাকা। এ সময় তাদের সংগে থাকা একটি ট্রাক ১টি ৪টি মোবাইল ও নগদ ৩ হাজার ৩শ টাকা জব্দ করা হয়।তাড়াশের মত ছোট একটি উপজেলায় মাত্র কয়েক দিনের ব্যবধানে হেরোইনের বড় ২টি চালান ধরা পরায় অভিভাবক শ্রেণীর মানুষ রয়েছেন হতাশায়। নাম প্রকাশ না করে এক ব্যক্তি জানান, যে স্থানে হেরোইন ধরা পরছে ওই জায়গাটি মাছের আড়তের জন্য বিখ্যাত। প্রতিদিন ভোর রাত থেকেই দেশের বড় বড় শহর থেকে চলনবিলের মাছ ক্রয়-বিক্রয়ের জন্য মৎস্যজীবি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগমন ঘটে এই মহিষলুটি মৎস্য আড়তে। এই সুযোগ নিয়ে ওই সকল গাড়ীতে পারি জমান এই সকল মাদক কারবারীরা।
পরে ভোর রাত থেকে শুরু হয়ে সকাল ৭ টার মধ্যে মাছ ক্রয়-বিক্রয় শেষ হয়ে হওয়ার মধ্যেই মাদক কারবারীরাও কারবার শেষ করেন। ফলে মুহুর্তের মধ্যেই সারাদেশে ছড়িয়ে যায় হেরোইন সহ বিভিন্ন মাদক দ্রব্যে। আর এখান থেকে হাতিয়ে নেয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। সচেতন মহল মনে করেন,এ সমস্ত অভিযানে যারা ধরা পড়ছে তারা ট্রাক ড্রাইভার অথবা হেলপার এরা শুধু বাহক কিন্তু এই মাদক কারবারির গডফাদাররা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে।
এ ব্যাপারে র্যাব-১২’র এডজুটেন্ট ও অপস অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। এর সাথে যে বা যারা জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুযায়ী আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। তিনি আর ও বলেন, মাদক গ্রহনকারী বা কারবারী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।