ফজল উদ্দিন, ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলায় আগের নির্বাচনগুলোর ফল বিশ্লেষণ করলে দেখা যায়,উপজেলার ১৩ টি ইউপির বেশ বড় একটি অংশেই মাঠের অন্যতম শক্তিশালী হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। যে কারণে সামনে ইউপির নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোট হিসেবে অংশ নিলেও ইউপি নির্বাচনে জাপার মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির সমথিত প্রার্থী তরুন সংবাদকমী ও অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল ছালিক মিলন তালুকদার।
তার ইউপি নির্বাচনকে ঘিরে তাই এরই মধ্যে উত্তাপ ছড়াতে শুরু করেছে। দোলারবাজার ইউনিয়নের হাট বাজারে। প্রকাশ্যে-অপ্রকাশ্যে নির্বাচনী তৎপরতা চালাচ্ছে জাপার উপজেলা শাখার নেতা কমীরা। সে ছাতক উপজেলা জাতীয় পার্টির উপজেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক আব্দুল ছালিক মিলন তালুকদার।
গত বৃহস্পতিবার উপজেলা জাপার দলীয় মনোনয়ন পত্র ছাতক উপজেলা শাখার অস্থায়ী অফিসে জাপার সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহার জাপার দলীয় মনোনয়ন পত্র তার হাতে তোলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি জুবেদ আলী জুবেদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক অলিউর রহমান,সহ-সভাপতি ফজল উদ্দিন,আলহাজ্ব আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনির উদ্দিন, সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, উপজেলা জাতীয় যুবসংহতি সহ-সভাপতি আব্দুল গনি প্রমুখ।
ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহার বলেন, দোলারবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ছালিক মিলন তালুকদার কে উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে ও জাপার নেতাকর্মী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয়পার্টির প্রার্থী আব্দুল ছালিক মিলন তালুকদারের পক্ষে কাজ করার আহবান জানিয়েছেন।
এদিকে আওমীলিগের দোলারবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শায়েস্তা মিয়া, লন্ডন প্রবাসী আমির উদ্দিন, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন ও টিএম রায়হান আহমদসহ দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।