ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিক ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দরা।
বুধবার উমরপুর ইউনিয়নের খাদিমপুর কমিউনিটি ক্লিনিক ও শাহজালাল বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন উমরপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: গোলাম কিবরিয়া।
উদ্বোধন পরবর্তী শাহজালাল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খাদিমপুর এলাকাবাসীর আয়োজনে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন,সিলেট জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাদিপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু,সহ-সভাপতি আব্দুল হামিদ, প্রবীন আওয়ামীলীগ নেতা ও গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীর মজনু মিয়া। উমরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালিকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নানু মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা শওকত আহমদ সায়মন,উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দবির আহমদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান চৌধুরী,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ,উপজেলা কৃষকলীগের সভাপতি মস্তাক আহমদ,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক আরফিন চৌধুরী, উমরপুর ইউনিয়নের ইউপি সদস্য আমিরুল ইসলাম শিকদার, রুকন আহমদ চৌধুরী,সৈয়দ মাসুদ আলী,সুহেল আহমদ,আব্দুল আলীম খুকন, সেলিম আহমদ,জেলা যুবলীগ নেতা কিবরিয়া মিয়া,কৃষকলীগ নেতা মানিক মিয়া,অরবিন্দু সূত্রধর, এমরান আহমদ,সেচ্ছা সেবকলীগ নেতা আরিফুর রহমান চৌধুরী,জাকির আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কওসর আহমদ, যুবলীগ নেতা অজিত সূত্রধর, সালেহ আহমদ,রাজু আহমদ,জেলা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান পুলক,ছাত্রলীগ নেতা জুবায়ের সিদ্দিকী,মিজানুর রহমান মিজান।
আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুমন আহমদ, যুবলীগ নেতা মতিউর রহমান, আব্দুল আলীম, ফরহাদ আহমদ, সাবু মিয়া, সুমন আহমদ,সাজু আহমদ, জাকির আহমদ, মিজান আহমদ,নজরুল ছাত্রলীগনেতা রায়হান আহমদ, রাজন দেব, আরমান আলী, শাহ রাজ চৌধুরী, কামরুল ইসলাম টিপন,দানিছ মিয়া,ফাহিম আহমদ,নোমান আহমদ,রাজু আহমদ,এমরান, রুহুল উসমান, মঞ্জুর আলী,সুমন আহমদ,রনি সূত্রধর প্রমুখ।
সভায় বক্তারা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে।সরকারের এসব উন্নয়ন কর্মকান্ড দেখে দিশেহারা হয়ে উঠে স্বাধিরতা বিরোধী প্রেতআত্মারা নানা সড়যন্ত্রে লিপ্ত হয়ে উন্নয়ন বাধাগ্রস্থ করতে সদা তৎপর রয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের মাধ্যমে বাস্থবায়িত উন্নয়ন কর্মকান্ড নিয়ে কোনো কুচক্রী মহলের রাজনীতি মেনে নেয়া হবে।স্বাধিনতা বিরোধী এসব ষড়যন্ত্রকারীদের সঠিক জবাব দিতে ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন সদা প্রস্তুত রয়েছে।
সাবেক এমপি আশরাফ আলীর নামে খাদিমপুর কমিউনিটি ক্লিনিক সীমানা প্রাচীরের নামফলক উদ্ধোধন করা হয়েছে। এই নামফলকে কেউ তুলে ফেলে স্বার্থশালী মহলের নাম ফলক লাগানোর চেষ্ঠা করলে উমরপুর ইউনিয়নের জনগন তা প্রতিহত করতে ঐক্যবদ্ধ্য।সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান নেতৃবৃন্দরা। সভায় ওসমানীনগর ও উমরপুর ইউনিয়ন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন যুবলীগ নেতা মঞ্জুর আহমদ।