মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় এক বৃদ্ধের মৃত্যু ড্রাইভার আটক।

রিপোটারের / ৩৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে খলিলুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক আজাদ হোসেনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার ঢেকুরিয়া হাটের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, সকালে খলিলুর রহমান ঢেকুরিয়া হাটের পূর্ব পাশের রাস্তা ধরে হাঁটছিলেন। এ সময় একটি বালুবাহী ট্রাক (বগুড়া-ড- ১১-১৯৫৭) তাকে চাপা দিয়ে প্রায় ১০০ গজ টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করি। ঘাতক ট্রাকটি জব্দ এবং ট্রাকচালক আজাদকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের ছোট ছেলে নুরনবী জানান এ ঘটনায় মামলার দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর