নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের কামরখন্দ উপজেলায় দুই অটোভ্যান চোরকে জনতা ভদ্রঘাট বাজার এলাকা থেকে আটক করেন। চোরদ্বয়ের প্রতি জনতার আগ্রাসন অবস্থা ব্যগতিক দেখে কামারখন্দ পুলিশে সোপর্দ করা হয়েছে।
জানা যায় মঙ্গলবার ৫ অক্টোবর ভোর রাতে উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
আটককৃত চোরচক্রের দুই সদস্য হলেন উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত শরৎ আলীর ছেলে কায়েস উদ্দিন মজনু(৩০) ও শাহজাদপুর উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে মুলার(২৯)।
এ ঘটনা নিশ্চিত করে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ জানান চুরি হওয়া অটোভ্যান মালিক শাজাহান আলী সারাদিন কাজ শেষে করে রাতে নিজ বাড়িতে তার অটোভ্যানটি চার্জে লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পরেন। ঘুম থেকে উঠেই দেখেন তার অটোভ্যান চুরি হয়ে গেছে। এমনতাবস্থায় চিৎকার শুরু করে।এতে প্রতিবেশিরা জাগ্রত হওয়ার কারনে কিছু দুরে গিয়ে চুরি করা ভ্যানটি রেখে চোরদ্বয় আত্মরক্ষার চেষ্টা করে। লোকজনের আভাস পেয়ে তারা প্রতিবেশি হামিদের ঢুকে পড়ে।পরে স্থানীয়দের সহযোগিতায় চোর দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা রয়েছে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা রজু করে মঙ্গলবার ৫ অক্টোবর দুপুরে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।