স্মৃতি রানি,স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সাভার আশুলিয়ার আকলিমা বেগম (৪০)নামের এক নারীর নিকট থেকে আনোয়ার গাজী নামের এক প্রতারক জায়গা কিনে দেয়ার কথাবলে ১২ লাখ টাকা আত্মসাৎ করেছে। টাকা চাওয়ায় প্রাণ নাশের হুমকি দিচ্ছে। ভুক্তভোগী ওই নারী বরিশাল জেলার পূর্ব কাজীর চর পাতা গ্রামের মৃত আক্তার করিমের মেয়ে আকলিমা।বর্তমানে সে আশুলিয়া কাঠগড়া আমতলা চৌরাস্তা শহীদের ভাড়া বাড়ীতে থাকে।
অভিযোগ সূত্রে জানা যায় প্রতারক আনোয়ার গাজী ( ৫২ ) আকলিমা বেগমের কাছ থেকে জমি কিনে দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ করে।
প্রতারক আনোয়ার গাজির সাথে ১০ বছর বিয়ের সম্পর্ক আকলিমার। বিয়ের পর তারা ভাড়া বাড়িতে থাকাকালীন অবস্থায় আকলিমা বেগম (৪০)কে জমি কিনে দেওয়ার কথা বলে সেই টাকা আত্মসাৎ করে।
ভুক্তভোগীর শিকারোক্তিতে জানা যায় আনোয়ার গাজী(৫২) আকলিমা বেগমকে রেখে আবার বিয়ে করেছে। এখন আনোয়ার গাজী নতুন স্ত্রীর সাথে থাকে। প্রথম স্ত্রীর কোনো খোঁজ খবর রাখে না, ভরণ পোষণের দায়িত্ব নিতে চায় না। বর্তমান ঠিকানা জানতে চাইলে সঠিকভাবে জানায় না।
প্রতারক আনোয়ার গাজী (৫২) পিতা মৃত আব্দুল মাজেদ গাজী, মাতা মৃত রুপিয়া বেগম। সাং- আশুলিয়া কাঠগড়া আমতলা নড়াগাতী / কালিয়া, নড়াইল জেলার বাসিন্দা। বর্তমানে তিনি সাং- আশুলিয়া কাঠগড়া আমতলা চৌরাস্তা শহীদের বাড়ি ভাড়া থাকে। আনোয়ার গাজী কাঠগড়া আনজিরা গার্মেন্টস ফ্যাক্টরীতে সিকিউরিটি গার্ডের চাকরি করে।
ভুক্তভোগী আকলিমা বেগম ১০- ০৯-২১ তাং দুপুর আনুমানিক ১ টার সময় প্রতারক আনোয়ার গাজীর কর্মস্থলে গিয়ে ভরণ পোষণের দাবি করলে আনোয়ার গাজী সেখানেই গায়ে হাত তুলে ও মেরে ফেলার হুমকি দেয়। এছাড়াও তালাকের কথা বলে আনোয়ার গাজী।
প্রায় সময় আকলিমা বেগমের কাছে গিয়ে মারধর করে ও মেরে ফেলার চেস্টা করে। এছাড়াও আনোয়ার গাজী বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে সরকারি চাকরির নিয়ে দেওয়ার কথা বলে।এ নিয়ে ভুক্তভোগী আকলিমা বেগম ( ৪০ ) সাভার আশুলিয়া থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক ফরহাদ বিন করিম কোনো পদক্ষেপ গ্রহণ করে নি। গণমাধ্যম কর্মিরা ওই পুলিশ কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হয়নি।